Header Ads

ব্লগার হতেচান ? কেন ব্লগে কাজ করবেন ? ব্লগার হতে আপনার কি কি দরকার পরবে ?

ব্লগার হতে হলে আপনার যানা প্রয়জন -

  • HTML 
  • CSS 
  • SEO 
  • Microsoft Office 
  • Other
এইগুলোর যদি কোনোরকম ধারনা না থাকে সেক্ষেত্রে আপনি ব্লগে কাজ করতে পারবেননা । ইউটিউবে অনেক ভিডিও পাবেন , html, css, seo রিলেটেড ।



ব্লগ বানিয়ে নিন খুব সহজে Blogger.com  থেকে, একধম ফ্রী। যারা লিখতে ভালবাসেন তাদের জন্নই ব্লগ , তবে অবশই আপনার বেশকিছু চিন্তা চেতনা  থাকতে হবে, যে গুলর মধ্যদিয়ে আপনি সুন্দর সন্দর আর্টিকেল লিখতে পারবেন, লেখাটা  সম্পূর্ণ নিজের হতেহবে ।

যখন আপনি খুব ভাল আর্টিকেল এবং ব্লগের বেসিক ধারনা থাকবে তখনই আপনি ব্লগ নিয়ে টাকা আয় করা্র চিন্তা করতে পারেন।

ব্লগে থেকে টাকা আয় করতে হলে আপনাকে ধির গতিতে আগাতে হবে । তবে ব্লগে বেশ কিছুদিন কাজ করতে পারলে তখন আপনার আর খারাপ লাগবেনা , কস্টও হবেনা, লেখায় অবস্থ হয়ে যাবেন তখন ।

আর যখন আপনার আর্টিকেল গুল SEO করতে পারবেন খুব ভালবাবে, তখন দেখবেন প্রচুর পরিমানে বিজিটর পাবেন ! আর আস্তে আস্তে সফল হতে শুরু করবেন।  Click Here

No comments

Powered by Blogger.