ভালবাসার গল্পগুলিকি এমনি হয় ? যার শেষটা - ভালো থেক তুমি!! (রূপকথার শেষদিন - ২)
ভালবাসার গল্পের শেষ - আর কষ্টের শুরু । এমনই হওয়া উচিৎ? বিশ্বাসকে বেঙ্গে দেয়ার , যাওয়ার পর আসলে এর চেয়ে ভাল কিছু হতে পারেনা ।
যখন তোমায় ভালবাসি খুব একটা ভাবতাম না!!
কারণ যখন ভালবাসতাম তখন খুব চুপে চুপে ভালো লাগতো তোমায়,
কিন্তু কখনো জানানোর চেষ্টা করিনি!!
তখন সব কিছু যেন অসীম আকাশের মতো মনে হতো!!
কারনটা ছিলে সুধুই তুমি, তখন একটু একটু করে ভাবতাম আসলে সত্যি কি তোমায় ভালোবাসি?
আমি কি তোমার ভালবাসার যগ্য? তুমি কখনো বুজতে না আমাকে, আর আমি শুধু তোমার অপেক্ষার প্রহর গুনতাম!! আজো যেনো সে রকমই!!
তবে কষ্ট নেই আমার, কারণ এখন আর সুখ খুজিঁ না!! তবে তোমায় যেনো খুজে পাই আমার ছন্দময় কবিতায়!!
ভালো থেক তুমি!!
সম্পূর্ণ লেখাগুলো ফেইসবুক থেকে সংগ্রহীত
- রূপকথার শেষদিন



No comments