Header Ads

জানুন "ক্রদ্ধ" কতটা ভয়ঙ্কর হতে পারে, এবং ক্রদ্ধকে ভালবাসায় পরিনত করুন


রাগ এমন এক জিনিস, যেটা পৃথিবীর সবকিছুকে হারিয়ে দেয়। তাই ক্রদ্ধকে না বলুন, আর ভালবাসুন সত্যকে।

মানুষ যখন রাগ করে তখন সব অনুভুতিটুকু ভুলে যায়! ভুলে যায় কে তার মা, কে তার বাবা কিংবা আত্নীয়স্বজন সবার উপরই চটতে থাকে, ভুল নিজের হোক আর অন্নের হোক, সবকিছুকেই ভুলিয়ে দেয় ক্রদ্ধ।



ক্রদ্ধ এর ভয়াবহতা সম্পর্কে জানানোর ভাষা আমার যানা নেই, যিনি রাগ করেন তিনিই জানেন ক্রদ্ধের ভয়াবহতা। তবে হ্যাঁ যারা শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত, আর ভাল মনের মানুষ তারা রাগকে ভালবাসায় পরিণত করে!! অবশ্য ভাল মনের মানুষেরা সবদিক থেকেই পারফেক্ট হয়। একটি ভাল, সৎ মানুষ আসলেই সমাজের অহংকার! একজন সৎ মানুষ তার চারপাশের অনেক মানুষের মনে, সৎভাবে বেচেঁ থাকার আলো জ্বালায়।

সুষ্ঠু সমাজ গড়তে সহায়তা করে!! আমি নিজের থেকে বলবো ক্রদকে না বলুন! সুষ্ঠু সমাজ গড়ুন! ক্রদ্ধ কখনোই কোনো ভাল দিকনির্দেশ করেনা। মানুষকে ভালবাসুন, দেখবেন ক্রদ্ধ আপনাকে না বলে দিয়েছে।

No comments

Powered by Blogger.