Header Ads

ভুল করার কষ্টটা একটা মানুষের জীবনের পুরো সময়টা নষ্ট করে (রূপকথার শেষদিন - ৪)

খুব মিছ করতেছি!! জানিনা কোথায় আছো, কি কর, আমার কথা কি একবারের জন্য কি মনে পরে না? আমার জখন মন খারাপ হয় তখন আমি আমার জীবনের গল্প একটু একটু করে লিখি!! কি করব জানিনা। ভুলে গেছি তোমায় কিন্তু মনকে ভুলাতে পারিনি ।

আমি যখন ফেসবুক বন্ধুদের কমেন্ট গুলো পরি তখন মনে হয় এই বুঝি তুমি কমেন্ট করলে হটাৎ বুকটা কেপে উঠে আর যখন খারাপ কমেন্ট চোখে পরে তখন অশ্রু শিক্ত চোখে কমেন্টি দেখি আর মনে মনে বলি কান্নাই ভালো!!




আমার জীবনে এই ঘটনাটি ঘটে ছিলো ঠিক ছয় বছর আগে। যখন আমি ক্লাস xx শ্রেণীতে পরি। যেই সময়টা প্রতিটি ছেলে মেয়ের জীবনে একবার আসে। আমার জীবনে এসেছিল একটি অসুভ সময় হয়ে। যেই সময় আমি জানতাম না ভালবাসা কি? তবে এটুকু জানতাম ভালবাসা অদ্ভুত এক সুখের অনুভূতি!

আর ঠিক এমন এক সময় তুমি এসে ছিলে আমার জীবনে একটি জর হয়ে। সেই জরে আমি হারিয়ে ছিলাম আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি বছর। আসলে আমি জানি কেউ যদি ভুল করে তবে তাকে ভুলের মাশুল দিতেই হবে এটাই সত্য!

কিন্তু আমার ভুলটা প্রতি নিয়ত আমাকে খুব কষ্ট দেয়! তবুও সব কষ্টের মধ্য দিয়ে তোমায় যেন খুজে পাই, ভুলতে পারিনা তোমায়!! কেউ যদি ভালবেসে ভুল করে এই ভুলের শেষ কোথায় ----------?


সম্পূর্ণ লেখাগুলো ফেইসবুক থেকে সংগ্রহীত
- রূপকথার শেষদিন

No comments

Powered by Blogger.